ROBORTTechnology 

করোনা মোকাবিলায় রোবট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ঠেকাতে এখন থেকে রোবর্ট ব্যবহারের পথে হাঁটল কেরল স্টার্টআপ মিশন (কে এস ইউ এম )।এখনও অবধি দুটি মানব যন্ত্রকে কাজে লাগিয়েছেন তাঁরা। রোবট দুটি তৈরি করা হয় কেএসইউএমের অধীনে। রোবটগুলি কম্পিউটার চালিত। কম্পিউটার দুটির মধ্য একটি করোনা ভাইরাস ঠেকাতে মাস্ক, স্যানিটাইজার এবং নাপকিং বিতরণে কাজ করছে। পাশাপাশি অন্যটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে প্রচারিত সতর্কবার্তার দিকে নজর রাখার কাজ করছে। আসিমভ রোবটিস্কের সিইও জয়কৃষ্ণন টি বলেছেন করোনা মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ অনেক কম তাই তাঁরা এই উদ্দ্যেগ নিচ্ছেন।

Related posts

Leave a Comment