ফের অলিম্পিকে মেরি কম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবারের টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম। অন্যদিকে, পুরুষদের ৫২ কেজি বিভাগে অলিম্পিকে নিজের জায়গা নিশ্চিত করেছেন বিশ্বের এক নম্বর বক্সার অমিত পাঙ্ঘাল। উল্লেখ্য, এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫১ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন কম। কোয়ার্টার ফাইনালে তিনি ৫-০ ফলাফলে পরাজিত করেন ফিলিপিন্সের আইরিশ মাগনোকে। তিনি দ্বিতীয়বারের জন্য অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন। প্রসঙ্গত, ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয় করেন মণিপুরি বক্সার। সেমিফাইনালে মেরি পরাজিত হয়েছেন চিনের ইউয়ান ছ্যাংয়ের কাছে। আবার বিশ্ব বক্সিংয়ে রুপোজয়ী, শীর্ষবাছাই অমিত কোয়ার্টার ফাইনালে পরাজিত করে ফিলিপিন্সের কার্লো পালামকে। ফলাফল ৪-১। এই প্রথম অলিম্পিকে যাবেন অমিত পাঙ্ঘাল। সেমিফাইনালে তিনি পরাজিত হয়েছেন চিনের প্রতিদ্বন্দ্বীর কাছে ২-৩ ফলাফলে। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল অমিতকে। অন্যদিকে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন সিমরনজিৎ কাউরও। মহিলাদের ৬০ কেজি বিভাগে তিনি কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন মঙ্গোলিয়ার নামুন মনখোরকে ৫-০ ফলাফলে। পুরুষদের ৬৯ কেজি বিভাগের ফাইনালে উঠলেন বিকাশ কৃষ্ণাণ। তিনি কাজাখস্তানের আবলাইখান ঝুসুপভকে পরাজিত করেছেন। ফাইনালে বিকাশের প্রতিদ্বন্দ্বী জর্ডনের এইশাই হুসেন। মহিলাদের ৬৯ কেজি বিভাগের সেমিফাইনালে পরাজিত হয়ে ব্রোঞ্জ পেয়েছেন লভলিনা বরগোহাইঁ। কোয়ার্টারে জয় পেয়ে অলিম্পিকের টিকিট পেয়েছেন লভলিনাও।