ইরফান পাঠানের ঝোড়ো ইনিংসে জিতে গেলো ইন্ডিয়া লেজেন্ডস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ফের বুড়ো হাড়ে ভেলকি দেখালেন ইরফান পাঠান। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে গতকালের ম্যাচে শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহবাগ এবং যুবরাজ সিংয়ের মতো তারকা ব্যর্থ হয়েছেন। এদিন তাঁর দুরন্ত পারফরম্যান্সের ওপর ভর করে শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারাল ইন্ডিয়া লেজেন্ডস। আট বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নেন ভারতীয় খেলোয়াড়রা।
এদিন মুম্বইয়ে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা লেজেন্ডস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে৷ জবাবে ব্যাট করতে নেমে খেলা শুরুর মুহূর্তেই মাত্র ১৯ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারতীয় দল। তার পর মহম্মদ কাইফ ৪৫ বলে ৪৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। এরপরই ইরফান পাঠান রানের ঝড় তোলেন। তাঁর দুরন্ত হাফ সেঞ্চুরির দৌলতে ভারতীয় দল ১৮.৪ ওভারে ১৩৯ রান তুলে নেয়৷ তিনি ৩১ বলে ৫৭ রান অপরাজিত থাকেন। এদিন ভারতীয় বোলার মুনাফ প্যাটেল চার ওভারে ১৯ রান দিয়ে চারটি উইকেট দখল করেছেন।