অ্যাপোলো হাসপাতালের পরিকাঠামো তৈরি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশে করোনা আবহের প্রতিষেধক এলে প্রতিদিন ১০ লক্ষ ভারতবাসীকে তা দেওয়ার মতো পরিকাঠামো তৈরি করেছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। এমনই দাবি করেছে তাঁরা। সংস্থার এগজিকিউটিভ ভাইস চেয়ারপার্সন শোভনা কামিনেনি এমনটাই আশা প্রকাশ করেছেন। পাশাপাশি আগামী ১০০ দিনের মধ্যে এই প্রতিষেধক ভারতের বাজারে চলে আসবে বলেও প্রত্যয়ী তিনি। হাসপাতালের সূত্রের খবর, প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে প্রতিষেধক সংগ্রহ করে তা নিয়ম মাফিক ঠান্ডা ঘরে রাখার মতোও পরিকাঠামো তাদের তৈরি রয়েছে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে তাঁর আরও বক্তব্য, প্রতিষেধক পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের একেবারে উপরের দিকে থাকবেন স্বাস্থ্যকর্মীরা। এরপরই রয়েছে বয়স্ক ও অন্য রোগগ্রস্ত মানুষজন। ইতিমধ্যেই ওই সংস্থার পক্ষ থেকে ৭ হাজার কর্মীকে এই কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

