amitabh bachchanBreaking News Enviornment Health World 

মাছি থেকেও সংক্রমিত হতে পারে করোনা, বার্তা বিগ-বি’র

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাছি থেকেও ছড়াতে পারে নোভেল করোনা সংক্রমণ। চিকিৎসা সংক্রান্ত একটি আন্তর্জাতিক ম্যাগাজিন ‘দ্য ল্যান্সেট’-এ এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে। ওই গবেষণায় জানানো হয়েছে, মাছির মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তির মল থেকে অন্য ব্যক্তির এই ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ‘দ্য ল্যান্সেট’ বিশ্বের একটি প্রাচীন মেডিক্যাল ম্যাগাজিন। মাছি যে এই রোগ ছড়াতে পারে তা নিয়ে চিনে গবেষণাও হয়। এরপর ওই ম্যাগাজিনের রিপোর্ট উল্লেখ করে টুইট করেছেন বিগ-বি অমিতাভ বচ্চন। তিনি ওই গবেষণার বিষয় উল্লেখ করে জানিয়েছেন, মানুষের শ্বাস-প্রশ্বাসের চেয়ে করোনাভাইরাস অনেকক্ষণ বেশি বেঁচে থাকতে পারে শরীর থেকে নিষ্ক্রমিত মলে। কোনও মাছি প্রথমে খোলা জায়গায় করোনা আক্রান্তের ত্যাগ করা মলের ওপর বসার পর, সেখান থেকে কোনও খাবারের ওপর গিয়ে বসলে ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। বিগ-বি’র এই টুইটকে রি-টুইটও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Related posts

Leave a Comment