himachal lockdownBreaking News Others Travel 

লকডাউনে ভিন প্রদেশে আটকে পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গোটা দেশে জারি লকডাউন। তার জেরে অন্য রাজ্যে আটকে পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দা। সূত্রের খবর, অনেকেই গিয়েছিলেন চিকিৎসার জন্য। আবার অনেকে গিয়েছিলেন বেড়াতে। দেশজুড়ে লকডাউন ঘোষিত হওয়ার পর বিপাকে এ রাজ্যের অনেক নাগরিক। একাধিক রাজ্যে আটক রয়েছেন পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দা। চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ভিন রাজ্যে যাওয়া এক ব্যক্তির কাছ থেকে জানা গেল, ১৮ মার্চ চিকিৎসার জন্য তিনি তাঁর আত্মীয়কে নিয়ে চেন্নাই যান। সেখানে ডাক্তার দেখানোর পর চিকিৎসকের পরামর্শ মতো, হাসপাতালে ভর্তি করা হয় আত্মীয়কে। লকডাউনের কারণে এখন তিনি রাজ্যে ফিরতে পারছেন না।

আবার, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, তামিলনাড়ুতে বেড়াতে গিয়ে আটকে রয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলার বেশ কিছু ভ্রমণপিপাসুরা। ভিন রাজ্যে পৌঁছনোর পর যানবাহন বন্ধ থাকার কারণে এ রাজ্যে ফিরতে পারছেন না অনেকেই। ট্রেন, বাস ও যানবাহন চলাচল স্বাভাবিক হলে তাঁরা পশ্চিমবঙ্গে ফিরতে পারবেন। লকডাউন ঘোষিত হওয়ায় অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে রয়েছেন তাঁরা। খাদ্যদ্রব্য ও আর্থিক সঙ্কট সহ নানা সমস্যা তৈরি হয়েছে তাঁদের।

Related posts

Leave a Comment