কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজের দাবি মুখ্যমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় কেন্দ্রের কাছে ১,৫০০ কোটি টাকা আর্থিক প্যাকেজের দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, করোনা সংক্রমণের হাত থেকে রেহাই পেতে পশ্চিমবঙ্গের সর্বত্র লকডাউনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করেন তিনি। এরপর জাতীর উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা ৩ সপ্তাহের লকডাউন ঘোষণা করেন। সারা দেশে ২১ দিন লকডাউন ঘোষিত হয়। করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক প্যাকেজের দাবি করলেন মুখ্যমন্ত্রী। শুধু বাংলা নয়, সব রাজ্যকেই যেন আর্থিক প্যাকেজ দেওয়া হয় সেই বার্তাও দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।