Coronavirus-1Breaking News Others 

করোনা ভাইরাসে মৃত্যুপুরী চিন – আতঙ্কে বাতিল একাধিক টুর্নামেন্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চিনে করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব। মৃত্যু হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়ছে। করোনা ভাইরাসের জেরে চিন থেকে সরে গিয়েছে একাধিক টুর্নামেন্ট। চিনের খেলোয়াড়দের বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে যোগ দেওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। যা চিনের কাছে অভিশাপের মতোই। জানা গিয়েছে,
এশিয়ান ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা দল যাচ্ছে না। পুরুষদের টিম থেকে খেলা শুরু করবে। আয়োজক ফিলিপিন্সই নিয়ম করেছে, করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে ম্যানিলাতে এলেই হাসপাতালে থাকতে হবে। এক্ষেত্রে ১৪ দিন পরে বেরোনোর অনুমতি দেওয়া হবে। এই সিদ্ধান্তের পর চিন ও হংকং নাম তুলে নিয়েছে। গোটা টুর্নামেন্টের সূচি নতুন করে তৈরি হচ্ছে। চলতি মাসের শেষে চিনে ওয়ার্ল্ড মাস্টার ওপেন ব্যাডমিন্টন হওয়ার কথা ছিল, তাও বাতিল। টুর্নামেন্টের নতুন ভেন্যু খোঁজা হচ্ছে। এপ্রিলে উহানে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টও বাতিলের পথে। এশিয়ান প্রথম সারির সব শাটলারের সেখানে যোগ দেওয়ার কথা ছিল। আবার নয়াদিল্লিতে হবে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ। চিনের কুস্তিগিরদের ভিসা দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিনের ই-ভিসার ব্যবস্থাপনা বাতিল করে দেওয়া হয়েছে। চিনের প্রায় ৪০ জন কুস্তিগিরের এখানে আসার কথা ছিল। পাকিস্তানের কুস্তিগিরদেরও যোগ দেওয়ার কথা। অ্যাথলেটিক্স বিশ্ব ইন্ডোর মিট বাতিল করা হয়েছে। হওয়ার কথা ছিল নানজিংয়ে। মার্চের ১৩ থেকে ১৫ তারিখ দিন ধার্য ছিল। এক বছর তা পিছনো হয়েছে। বাতিল করা হয়েছে হংকং ম্যারাথনও। পাকিস্তানের ৫ অ্যাথলিট চিনে প্রস্তুতি নিচ্ছিলেন, টোকিও অলিম্পিকের জন্য। ৫ জনকেই দেশে ফেরৎ পাঠানো হয়েছে। বক্সিংয়ে টোকিও অলিম্পিকের কোয়ালিফিকেশনের অনেক ম্যাচ ছিল চলতি মাসেই। বাতিল করে জর্ডনে নিয়ে যাওয়া হয়েছে। মার্চের ৩ থেকে ১১ তারিখ দিন ধার্য ছিল। তবে সেখানে চিনের বক্সারদের নামতে দেওয়া হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। চাইনিজ সুপার ফুটবল লিগের সব ম্যাচ বাতিল করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। গত ২২ ফেব্রুয়ারি যা শুরু হওয়ার কথা ছিল। এশিয়ান কোয়ালিফাইং টুর্নামেন্ট বাতিল করা হয়েছে। এএফসি অন্য ভেন্যু খুঁজছে। পাশাপাশি টোকিও অলিম্পিকের মহিলাদের ফুটবলে যোগ্যতামান টুর্নামেন্ট হওয়ার কথা ছিল উহানে। তা বাতিল করে সিডনিতে নিয়ে যাওয়া হয়েছে। টিমের ফুটবলারদের হোটেলে থাকার নির্দেশ দিয়েছিল অস্ট্রেলিয়া। ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষার পর ম্যাচে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এএফসি লিগের চিনের যাবতীয় ম্যাচ বাতিল।

Related posts

Leave a Comment