Management CouseLifestyle Others 

ম্যানেজমেন্টেই লক্ষ্যভেদ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কাগজের ব্যবহার কমে এসেছে। সমস্ত কাজই এখন অনলাইন নির্ভর হয়ে পড়ছে। আজ থেকে ২০-২৫ বছর আগে অফিস মানেই ছিল চেয়ার-টেবিল, ফাইল ও কাগজের স্তূপ। বর্তমানে দিন বদলে গিয়েছে। অফিসের সেই পুরনো চেহারা নেই। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে অফিসের সেই পুরনো চেহারা। এক কথায় বলা যেতে পারে নব জাগরণ। ইন্টারনেট, ই-মেলের সঙ্গে যোগ হয়েছে অত্যাধুনিক মোবাইল, ওয়াই-ফাই, ট্যুইটার ও হোয়াইট অ্যাপ। জেন ওয়াইয়ের যুগে সঙ্কটে ডেক্সটপও। জায়গা দখল করেছে ল্যাপটপ। এরফলে কাজের পরিধি প্রসারিত হয়েছে। বিস্তৃত-বিস্তীর্ণ পরিসরে কাজের সুযোগ তৈরি হয়েছে। অনেক ছোট অফিসে বসেই কাজ করতে পারার সুযোগ তৈরিও হয়েছে। এমনকী মিটিং-এর সংজ্ঞাও বদলে গিয়েছে। গোল টেবিলে বসে আলোচনা করে অনেক সময় নষ্ট নয়। অত্যাধুনিক এই যুগে ভিডিও কলিং বা কনফারেন্স কলের মাধ্যমে আলোচনা করাও সম্ভব হচ্ছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গেই অফিস পরিচালনার স্টাইলও বদলে গিয়েছে। পেশাদারি দক্ষতার পাশাপাশি অফিস পরিচালনার জন্য প্রয়োজন হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রেকর্ড ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কোম্পানির ল-সংক্রান্ত বিষয়। এসব রপ্ত করতে পারলে মন্দার বাজারেও চাকরি পাবেন অনায়াসে। ম্যানেজমেন্ট কোর্সের দিগন্ত উন্মোচিত হয়েছে। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া মডার্ন অফিস ম্যানেজমেন্টের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সটি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে পড়ানো হবে। মেয়াদ ১ বছর। যে-কোনও শাখার স্নাতকরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এই ম্যানেজমেন্ট কোর্সটিতে রয়েছে ৬টি পেপার। এগুলি হল- প্রিন্সিপালস অব ম্যানেজমেন্ট, অ্যান্ত্রেপ্রেনারশিপ ডেভলপমেন্ট অ্যান্ড পার্সোনালিটি ডেভলপমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, আইটি অ্যাপ্লিকেশন অ্যান্ড ই-সিস্টেম, অফিস প্রসিডিওর অ্যান্ড সুপার ভাইজারি স্কিলস। ৬টি পেপারে একটি প্রজেক্ট। যা পড়ুয়াদের তৈরি করতে হয়। এছাড়াও বিশেষ জোর দেওয়া হয় কম্পিউটার ব্যবহার, স্পোকেন ইংলিশ এবং ডকুমেন্ট বা রিপোর্ট রাইটিংয়ের বিষয়েও। আগে এলে আগে সুযোগের ভিত্তিতে ভর্তি নেওয়া হয়ে থাকে। কোর্স ফি ৮ হাজার টাকা। বিজ্ঞপ্তি বের হওয়ার পর আবেদনকারীরা স্থানীয় স্টাডি সেন্টারে গিয়ে খোঁজ-খবর নিতে পারেন। ২০০ টাকার বিনিময়ে স্টাডি সেন্টারগুলি থেকে আবেদনপত্র এবং প্রসপেক্টাস সংগ্রহ করা যাবে। বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.wbnsou.ac.in ভিজিট করতে পারেন। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও ম্যানেজমেন্টের একটি কোর্স চালু হয়েছে। এটি সার্টিফিকেট কোর্স। মেয়াদ মাত্র ১ মাস। উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়তেও আগে এলে আগে সুযোগের ভিত্তিতে ভর্তি নেওয়া হচ্ছে। বিস্তারিত জানার জন্য ভিজিট করতে পারেন www.nbu.ac.in

Related posts

Leave a Comment