দিল্লি বিধানসভা নির্বাচনে বাজিমাত কেজরিওয়ালের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেজরিওয়ালের ভেলকিতে ভেসে গেল কংগ্রেস, বিজেপি। রাজধানীর রায় আম-আদমি পার্টির পক্ষে। রীতিমতো হ্যাটট্রিক করে দিল্লি দখলে নিল অরবিন্দ কেজরিওয়াল। বিধানসভা নির্বাচনের সর্বশেষ ফলাফলে আম-আদমি পার্টির পক্ষে গেল ৬৩টি আসন এবং বিজেপি-র পক্ষে গিয়েছে ৭টি আসন। কংগ্রেস ও অন্যান্যরা একটিও আসন পায়নি। দিল্লির দূষণের কথা মাথায় রেখে আম-আদমি পার্টির হাইকমান্ড কর্মী-সমর্থকদের বিজয়ের আনন্দ উৎসবে বাজি ফাটাতে নিষেধ করেছেন। প্রসঙ্গত, দিল্লি বিধানসভার ৭০টি আসনে গত ৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয়। এবার ভোট পড়েছে ৬২.৫৯ শতাংশ। ২০১৫ সালে ৬৭ শতাংশের কাছাকাছি ভোট পড়ে। দিল্লি বিধানসভা জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন।