প্রাথমিকভাবে করছাড় পাওয়া যায়, এমন লগ্নির হিসেব কষাটা জরুরিঃ মতামত বিশেষজ্ঞদের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় বাজেট পেশ হল। অর্থনীতির বিশেষজ্ঞরা বিভিন্ন মতামতও দিচ্ছেন। কীভাবে বোঝা যাবে কোন কাঠামো আপনার জন্য সুবিধাজনক। প্রাথমিকভাবে করছাড় পাওয়া যায়, এমন সব ধরনের আপনার লগ্নির হিসেব কষাটা জরুরি। দেখতে হবে, মোট কত টাকা করছাড় পাওয়া সম্ভব হচ্ছে। এবার তা বাদ দিয়ে করযোগ্য আয় হিসেব করাটা দরকার। আপনার করের হার অনুযায়ী কর হিসেব করতে হবে। দ্বিতীয় কাঠামো অনুযায়ী ৮০সি ধারায় করছাড় পাওয়া যায় না। থাকবে না অন্য অনেক করছাড়ের সুবিধাও। এরপর সেগুলি ছাড়া কর হিসেব করতে হবে। এক্ষেত্রে শিক্ষনীয় বিষয়- দুটির মধ্যে কোন কাঠামোয় কর বাবদ দায় কম। সেটাই বেছে নিতে হবে বিকল্প হিসেবে। বিশেষজ্ঞরা বলছেন, একজন আয়করদাতা পুরনো ও নতুন, দুইয়ের মধ্যে কোন ব্যবস্থায় বেশি লাভবান হতে পারেন। তবে এক্ষেত্রে সাধারণ কিছু ছাড়ের কথা ধরা হয়েছে। তার বাইরেও আরও ছাড় ধরলে প্রথম বিকল্পে দেয় কর কমবেশি হওয়ার সম্ভাবনা। সব ক্ষেত্রেই বয়স ধরা হয়েছে ৬০-এর মধ্যে।
অর্থনীতির বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বর্তমানে চালু ১০০টিরও বেশি আয়কর ছাড়ের মধ্যে ৭০টিই তুলে নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যার মধ্যে রয়েছে বেশ কিছু জনপ্রিয় প্রকল্পও। এরফলে কোন বিকল্প বেছে নেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে দেখে-বুঝে হবে। কিছু ছাড়ের তালিকা নতুন বিকল্প কর-কাঠামোয় তুলে নেওয়া হয়েছে। এক্ষেত্রে পিপিএফ-এর মতো কিছু প্রকল্পও রয়েছে। যাতে করছাড় থাকুক বা না-থাকুক, তা চালিয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, এতে সুদ ব্যাঙ্ক জমার চেয়ে বেশি এবং সেই সুদ ও হাতে আসা মোট টাকা করমুক্ত। আবার নতুন বিকল্পে স্বাস্থ্যবিমায় করছাড় না-পাওয়া গেলেও, তা বন্ধ করা মোটেই সঠিক কাজ হবে না।