দাবানলের পর প্রবল বৃষ্টি-বন্যা, বিধ্বস্ত অস্ট্রেলিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দাবানলের তাণ্ডব থামতে না থামতেই এবার প্রবল বৃষ্টি ও বন্যা। ফের চরম দুর্ভোগের মুখোমুখি অস্ট্রেলিয়া। প্রশাসন সূত্রের খবর, নিউ সাউথ ওয়েলস প্রদেশে বর্ষণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার জেরে একাধিক শহর থেকে অনেক মানুষকে সরানো হয়েছে। ৫০টিরও বেশি স্কুল বন্ধ করে দেওয়াও হয়েছে। বৃষ্টির জলে অনেক দাবানলের আগুন নিভে গিয়েছে। দাবানল পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত ৩ দিনের প্রবল বর্ষণে দুর্ভোগ থেকে রেহাই মিলেছে। আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিউ সাউথ ওয়েলসেই বৃষ্টি হয়েছে ২০০ মিলিমিটার। এই বর্ষণের ফলে নিভে গিয়েছে গসপার্স মাউন্টেনের ভয়ঙ্কর দাবানল। আবার খরার জেরে গ্রেটার সিডনি এলাকার বাঁধগুলিতে জলের ব্যবহারে নিষেধাজ্ঞা বলবৎ করা হয়। ওই এলাকাতে সপ্তাহান্তে যা বৃষ্টি হয়েছে তা ২০১৯ সালের বার্ষিক বৃষ্টিপাতের সমান। সম্প্রতি সিডনির জলধারণ ক্ষমতা একলাফে বেড়ে গিয়েছে ৬৪ শতাংশ। স্বাভাবিকভাবেই দমকলবাহিনীর কাছে তা স্বস্তির।