Global Warming-1Enviornment Others 

এই শতাব্দীতেই তলিয়ে যাওয়ার সম্ভাবনা ইউরোপের বিভিন্ন শহর- উদ্বেগজনক রিপোর্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তন ও তার কু-প্রভাব সম্পর্কে প্রায় প্রতিদিন সতর্ক করছে আন্তর্জাতিক সংগঠন। এবার সেই রিপোর্ট প্রকাশ্যে এল। এর জেরে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। ইউরোপের এক পরিবেশরক্ষা সংস্থা একটি বিশেষ মানচিত্র প্রকাশ করেছে। তাতে দেখানো হয়েছে, বিশ্ব উষ্ণায়নে লাগাম পরাতে না পারলে আগামী দিনে জলের নিচে তলিয়ে যাবে এই মহাদেশের বিভিন্ন শহর। দাবানলের জেরে বিপদের মুখে ইউরোপবাসী। ওই সংস্থার আরও দাবি, শতাব্দীর শেষের দিকে আরও ভয়াবহ চেহারা নেবে এই আগুন। একদিকে নতুন নতুন এলাকা দাবানলের গ্রাসে চলে যেতে পারে, অন্যদিকে বাড়বে দাবানলের তীব্রতাও। ওই মানচিত্রে দেখানো হয়েছে, অবাধ গাছকাটা না রুখলে এবং বন্যা প্রতিরোধে এখন থেকে সতর্ক না হলে এই শতাব্দীর শেষে এক মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে জলস্তরও। শহরের ৯০ শতাংশ জলের নিচে চলে যাওয়ার সম্ভাবনা।

Related posts

Leave a Comment