বিশ্বে প্রতিদিন ১৯.৯ বর্গকিমি চাষযোগ্য জমি লবণাক্ত হচ্ছে-রাষ্ট্রপুঞ্জের সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লবণাক্ত হয়ে যাচ্ছে বিশ্বে প্রতিদিন ফসলি জমি। রাষ্ট্রপুঞ্জের এক সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সমীক্ষায় জানানো হয়েছে, ১৯.৯ বর্গ কিলোমিটার চাষযোগ্য জমি প্রতিদিন নুন হয়ে নষ্ট হচ্ছে। এত বিপুল পরিমাণ সেচ জমি উর্বরতা হারালে ২০৫০ সালের মধ্যে বিশ্বে খাদ্য ঘাটতির সম্ভাবনা দেখা দিতে পারে। গত ২০ বছর ধরে এই বিপর্যয় চলছে। রাষ্ট্রপুঞ্জ বিশ্ববিদ্যালয়ের কানাডা ইনস্টিটিউট ফর ওয়াটার, এনভায়রনমেন্ট এবং হেলথ এই সমীক্ষা চালিয়েছে। সমীক্ষার পর উদ্বেগজনক তথ্যও তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, ভবিষ্যতে ফসল উৎপাদন কমার পাশাপাশি গোটা বিশ্বের মানুষের খাদ্য সঙ্কটও দেখা দেবে। সমীক্ষায় পরিসংখ্যান হিসেবে তুলে ধরা হয়েছে, ১৯৯০ সালের পর থেকে ৪ কোটি ৫০ লক্ষ হেক্টর সেচ জমি লবণাক্ত হয়ে নষ্ট হয়েছে। বর্তমানে তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ২০ লক্ষ হেক্টর। গত বছর যে পরিমাণ জমি নষ্ট হয়েছে, তার জেরে আর্থিক ক্ষতি হয়েছে ২,৭৩০ কোটি ডলারের সমপরিমাণ। ওই সমীক্ষাতে বলা হয়েছে, গাঙ্গেয় অববাহিকায় তুলোর ফলন ৬৩ শতাংশ, পাকিস্তানের সিন্ধু অববাহিকায় চালের উৎপাদন ৬৯ শতাংশ এবং আমেরিকার কলোরাডো নদীর অববাহিকায় ৭৫ কোটি ডলার আর্থিক ক্ষতি হয়েছে।