East-West Metro TunnelBreaking News Lifestyle Technology 

আটকে থাকা বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলের কাজ শুরুর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

আমার বাংলা নিউজ ডেস্ক, কলকাতা: প্রায় ৬ মাস পর বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলের কাজ শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, এসপ্ল্যানেড এবং শিয়ালদহর মাঝের আটকে থাকা টানেলের কাজ শুরু করতে পারবে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। মহামান্য আদালতের আরও নির্দেশ, সম্পূর্ণ কাজ চালাতে হবে আইআইটি মাদ্রাজের তত্ত্বাবধানে।

প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বরে বউবাজারে বিপর্যয়ের পরই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলের কাজ। তখন সিপিএস মেশিন দিয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের টানেল ভরাট করে দেওয়া হয়। সেই থেকেই এতদিন বন্ধ ছিল ওই দুটি টানেলের কাজ। তবে এক্ষনি দুটি টানেলের কাজ শুরু করা হচ্ছে না, দুটি টানেলের মধ্যে যেটিতে ক্ষতি হয়নি কেবলমাত্র সেটিতেই কাজ শুরু হবে। আপাতত ক্ষতিগ্রস্ত টানেলটি বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরের শুরুতে আচমকাই কেঁপে ওঠে বউবাজারের দূর্গা পিতুরি লেন। প্রথমে একের পর এক বাড়িতে ফাটল ধরতে শুরু করে তারপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে একের পর এক বাড়ি পুরোনো দিনের বাড়ি। প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সরিয়ে নিয়ে যাওয়া হয় এলাকার বাসিন্দাদের। সেই সময় বিশেষজ্ঞরা বলেন, টানেল বোরিং মেশিন দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার আগে মাফিক মাটি পরীক্ষা করা হয়েছিল, কিন্তু কোনও ওয়াটার পকেটের অস্তিত্ব ধরা পড়েনি। কাজ শুরুর কয়েকদিন পরেই বোঝা যায় এই এলাকায় মাটির নীচে তৈরি হয়েছিল একাধিক অ্যাকুইফার। স্বাভাবিকভাবেই ওই অ্যাকুইফার লিক করে জল ঢুকে গিয়েছিল সুড়ঙ্গে। যার দরুণ ওই ওয়াটার পকেট লাগোয়া মাটি বসে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয় ওই অঞ্চলের ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। কেএমআরসিএলের এমডি মানস সরকার জানান এই ঘটনার জেরে কাজ শেষ করতে নির্ধারিত সময়ের থেকে কমকরে ১ বছর বেশি সময় লাগবে।

Related posts

Leave a Comment