দিল্লির কুর্সি দখলে এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দিল্লির কুর্সিতে ফের আম-আদমি পার্টি, আবারও কেজরিওয়াল। দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনার এ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, রাজধানীর রায় আম-আদমি পার্টির পক্ষেই। আম-আদমি পার্টি ৫৭ আসন এবং বিজেপি ১৩ আসনে এগিয়ে। এখনও পর্যন্ত কংগ্রেস কোনও আসন পায়নি। দিল্লি জুড়ে ২১টি কেন্দ্রে এই গণনা চলে। দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিক রণবীর সিং এ খবর জানিয়েছেন। ভোট গণনার পূর্বেই ইভিএম বা ভোটযন্ত্রে কারচুপি করার অভিযোগ এনেছিল আম-আদমি পার্টি। ফলাফল যত এগোচ্ছে ততই এগিয়ে যাচ্ছেন কেজরিওয়াল। দিল্লির মসনদে বসার হ্যাটট্রিক করতে চলেছেন অরবিন্দ।