ছেলে কোলে দু-দিন হেঁটে গ্রামে ফিরলেন দম্পতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১০মাসের ছেলেকে কাঁধে নিয়ে হাঁটলেন দুদিন। গত মঙ্গলবার লক ডাউনের ঘোষনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা সংক্রমণ ঠেকাতেই এই পদক্ষেপ। নিজের রাজ্য ছেড়ে রুটি-রুজির স্বার্থে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন অনেক মানুষ।লক ডাউন হতেই বিপত্তি বাড়ে।বিভিন্ন স্থানে আটকে পড়েন অনেক মানুষ।অন্যদিকে ১৪ই এপ্রিল পর্যন্ত ভিন রাজ্যে টাকা পয়সা বিহীন মানুষ কিভাবে কাটাবেন তা নিয়েও সমস্যা তৈরী হয়। কুল কিনারা না পেয়ে অনেকেই বাড়ির পথে পা বাড়াতে চেষ্ঠা করেন।বান্টি নামের এক যুবক কাঁধে তুলে নিয়েছিলেন ১০মাসের ছেলেকে। স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রায় ১৫০ কিলোমিটার দূরের নিজের গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। টানা দুদিন হাঁটার পর উত্তরপ্রদেশের ওই গ্রামে পৌঁছান।ওই পরিবারের অভিযোগ, দিল্লিতে তাদের কেউ সাহায্যে করেনি।লক ডাউন পরিস্থিতিতে অসহায় হয়েই পায়ে হেঁটে নিজের গ্রামে ফেরার সিদ্ধান্ত নিতে হয়েছে।