৪ লক্ষ নিরন্ন মানুষকে প্রতিদিন খাওয়াবে দিল্লি সরকার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৪ লক্ষ্য গরিব মানুষকে রোজ খাওয়াবে দিল্লি সরকার। জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির স্থানীয় বাসিন্দা ছাড়াও ভিনরাজ্য থেকে আসা কর্মীদের দেখভাল করবে সরকার। পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড সহ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেজরিওয়াল সরকার।
দিল্লির মুখ্যমন্ত্রী এবিষয়ে জানিয়েছেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ২২৪টি রাত্রিবাসের ২ লক্ষের মতো আশ্রয়হীন মানুষের অন্ন সংস্থান করছে দিল্লি সরকার। এখনও অনেকে নিরন্ন রয়েছেন বলে খবর। তাই শহরের ৩২৫টি স্কুলে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রতি স্কুলে প্রায় ৫০০ জন মানুষ প্রতিদিন দুপুর ও রাতের খাবার পাবেন।