লকডাউনে খাদ্যশষ্যের কোনও ঘাটতি হবে নাঃ কেন্দ্রীয় মন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রের ভাঁড়ারে দু-বছরের খাদ্যশষ্যের মজুত রয়েছে। তাই ব্যাহত হবে না অত্যাবশ্যক সামগ্রীর যোগান। এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। করোনা ভাইরাস মোকাবিলায় ২১ দিনের লকডাউনে অত্যাবশ্যক সামগ্রীর কোনও ঘাটতি হবে না বলে আশ্বস্তও করেছেন তিনি। মহারাষ্ট্রে জলনা জেলার সাংসদ ও কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী রাওসাহেব দানভে জানিয়েছেন, লকডাউন পর্বে কোনও রাজ্যেই প্রয়োজনীয় সামগ্রীর কোনও অভাব হবে না। দেশে খাদ্যশষ্যের কোনও অভাব নেই। কেন্দ্রীয় সরকারের ভাণ্ডারে দু-বছরের খাদ্যশষ্য মজুত রয়েছে। পাশাপাশি অত্যাবশ্যক সামগ্রী সরবরাহের ক্ষেত্রে কোনও পরিবহণ সংস্থা বা কোম্পানি বাধার মুখোমুখি হলে জেলা প্রশাসনের দ্বারস্থ হতে পারেন বলেও জানান তিনি।