লকডাউনের ফলে করোনা চিরতরে খতম হবে না: WHO
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর মতে, শুধু লকডাউনই মহামারি রুখতে কার্যকরী নয়। এক্ষেত্রে প্রয়োজন দ্রুত পরীক্ষারও। সংস্থা সূত্রে জানা গিয়েছে, লকডাউনে যে সময় পাওয়া যাচ্ছে সেই সময়টা করোনা প্রতিরোধে সঠিকভাবে কাজে লাগানো উচিত। এই মূল্যবান সময়ে আরও দ্রুততার সঙ্গে বেশি সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করা দরকার বলে দাবি করেছে হু। সংস্থার মহাসচিব তেদরোস আধানোম জানিয়েছেন, কোভিড-১৯-এর সংক্রমণ ঠেকাতে ভারত সহ বহু দেশ লকডাউন প্রক্রিয়া অবলম্বন করেছে। তবে এটা যথেষ্ট নয়। লকডাউনের ফলে করোনা চিরতরে খতম হবে না। ফলে লকডাউনের সময় ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে তাঁর আরও পরামর্শ, এই সময় সকলের উচিত বাড়িতে থাকা এবং যাতায়াতকে একেবারে কমিয়ে আনা। এরফলে স্বাস্থ্যের ওপর চাপ কমে যায়। তবে নিজে থেকে করোনা থামবে না। যে সব দেশে এখন লকডাউন রয়েছে, সেখানে উচিত এখনই ভাইরাসকে পাল্টা আঘাত করা। আপনাদের কাছে এটাই সুযোগ। এই সংক্রান্ত বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, কোরনা চিকিৎসার সেরা ও দ্রুততম পদ্ধতি হল– রোগী চিহ্নিতকরণ, পৃথককরণ ও চিকিৎসা।