বাঙালি পর্বতারোহী দেবাশিসের শৃঙ্গ জয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শৃঙ্গ জয় বাঙালি পর্বতারোহীর। সূত্রের খবর, গত ডিসেম্বরে সামিটের মাত্র কয়েকশো মিটার দূর থেকে ফিরে আসতে হয়েছিল। এবার সেই স্বপ্ন পূরণ হল। দ্বিতীয়বার পদক্ষেপে নেপালের আমা দাবলাম শৃঙ্গ জয় করলেন বিশিষ্ট বাঙালি পর্বতারোহী দেবাশিস বিশ্বাস। সূত্রের আরও খবর, বিকেলের দিকে ৬৮১২ মিটার উঁচু ওই শৃঙ্গে পৌঁছলেন দেবাশিসবাবু। এরপর রাতেই ফিরেছেন ক্যাম্প টু-তে। এভারেস্ট বেস ক্যাম্পে ফিরেছেন তিনি।
উল্লেখ করা যায়, চলতি মাসের শুরুতে মোট ৪টি শৃঙ্গ- মেরা, আইসল্যান্ড, লবুচে ও আমা দাবলামে অভিযান চালানোর জন্য নেপাল যাত্রা করেছিলেন এই পর্বতারোহী। পরবর্তীতে বাকি শৃঙ্গগুলিতে অভিযান চালানোর পর আমা দাবলামের সামিটের দিকে রওনা হয়েছেন। তাঁর সঙ্গে ছিল রাশিয়ার একটি দল। এ বিষয়ে আরও জানা গিয়েছে, গত ডিসেম্বরে আরও দু-বাঙালি পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় ও সত্যরূপ সিদ্ধান্তের সঙ্গে দেবাশিস বিশ্বাস আমা দাবলামে অভিযান চালালেও সফল হতে পারেননি।

