বিধাননগরে ডেঙ্গি সচেতনতা প্রচার
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গি সচেতনতা প্রচারে রাজ্যের মন্ত্রী ও বিধাননগরের মেয়র । বিধাননগর কর্পোরেশন অফিস বিল্ডিং থেকে শুরু করে সিটি সেন্টার ওয়ান পর্যন্ত তাঁরা যাবেন বলে জানা গিয়েছে। শনিবার দুপুরে বিধাননগর কর্পোরেশন এসে উপস্থিত হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী অন্যান্য কাউন্সিলর ও নেতৃত্বকে সঙ্গে নিয়ে ডেঙ্গি সচেতনতা বৃদ্ধিতে বিধাননগরের রাস্তায় পরিক্রমা করলেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও। প্রতিনিধির ক্যামেরাবন্দি সেই ছবি।