সল্টলেক স্বাস্থ্যে ভবনে মহিলা মোর্চার ডেপুটেশন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে সল্টলেক স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা পাল। সূত্রের খবর, ৪ জনের একটি প্রতিনিধি দল গিয়ে দেখা করেন স্বাস্থ্য অধিকর্তার সাথে।
এদিন অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অমানবিক পরিস্থিতি যেগুলো তৈরি হচ্ছে সেগুলো জানানো হয়েছে। আমরা কয়েকটা প্রস্তাব দিয়েছি। সেটা নিয়ে কাজ করা হবে বলে আশা রাখি। এ প্রসঙ্গে তিনি আরও জানান, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে দেখা যাচ্ছে বেড রয়েছে। তবে রোগী গেলে বলা হচ্ছে বেড নেই। এটা কেন হবে। রীতিমতো সরব ছিলেন মহিলা মোর্চার নেত্রী।

