১৩২তম টিজিসি কোর্সে ৪০ জনকে নিচ্ছে ভারতীয় সেনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৩২তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে ৪০ জন অবিবাহিত তরুণকে নিচ্ছে ভারতীয় সেনা। দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে কোর্স শুরু হবে ২০২১ -এর জানুয়ারিতে।
নেওয়া হবে এইসব ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে: সিভিল (শূন্যপদ ১০টি), আর্কিটেকচার (শূন্যপদ ১টি), মেকানিক্যাল (শূন্যপদ ৩টি), ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স (শূন্যপদ ৪টি), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিঃ/ কম্পিউটার টেকনোলজি/ ইনফো টেক/ এম এসসি কম্পিউটার সায়েন্স (শূন্যপদ ৯টি), ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকম/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ স্যাটেলাইট কমিউনিকেশন/ অপ্টো ইলেক্ট্রনিক্স (শূন্যপদ ৬টি), এরোনটিক্যাল/ এভিয়নিক্স (শূন্যপদ ২টি), এরোস্পেস (শূন্যপদ ১টি), নিউক্লিয়ার টেকনোলজি (শূন্যপদ ১টি), অটোমোবাইল (শূন্যপদ ১টি), লেজার টেকনোলজি (শূন্যপদ ১টি) এবং ইন্ডাস্ট্রিয়াল/ ম্যানুফ্যাকচারিং (শূন্যপদ ১টি)।
প্রার্থীকে প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশ করে থাকতে হবে। ডিগ্রি কোর্সের ফাইনাল ইয়ারের ছাত্ররাও আবেদনের যোগ্য। ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ২-১-১৯৯৪ থেকে১-১-২০০১ তারিখের মধ্যে।
প্রথমে কোর্স শুরুর দিন থেকে কিংবা দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে রিপোর্ট করার দিন থেকে (যেটা পরে হবে), ট্রেনিং চলাকালীন লেফটেন্যান্ট পদের মাইনে এবং অন্যান্য ভাতা পাবেন। সফল ট্রেনিং শেষে নিয়োগ হবে লেফটেন্যান্ট পদে, পার্মানেন্ট কমিশনে। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা কোর্স শুরুর দিন থেকে ১ বছরের অ্যান্টে ডেট সিনিয়রিটি পাবেন।
ট্রেনিংয়ের মেয়াদ ৪৯ সপ্তাহ। ট্রেনিং চলাকালীন বা ট্রেনিং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ করা যাবে না এবং পিতামাতা/ অভিভাবকের কাছে থাকা যাবে না। ট্রেনিংয়ের পুরো খরচ বহন করবে ভারত সরকর। উপযুক্ত মেডিক্যাল গ্রাউন্ড ছাড়া অন্য কোনও কারণে ট্রেনিং ছাড়া যাবে না। ছাড়লে ট্রনিংয়ের খরচ ফেরত দিতে হবে।
লেফটেন্যান্ট পদের মাইনে ৫৬,০০০ – ১,৭৭,৫০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। লেফটেন্যান্ট থেকে ব্রিগেডিয়ার পদ পর্যন্ত মিলিটারি সার্ভিস পে ১৫,০০০ টাকা। সিওএসএ পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ আছে। তখন নির্দিষ্ট মাইনে ২,৫০,০০০ টাকা।
দরখাস্ত অনলাইনে রেজিস্ট্রশন করবেন ২৬ অগস্টের মধ্যে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবেন।
অনলাইন দরখাস্ত রেজিস্ট্রশন বা লগইন করতে ক্লিক করুন: রেজিস্ট্রশন || লগইন
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

