গ্রামগুলোকে আরও উন্নত করার লক্ষ্যে পঞ্চায়েতে বরাদ্দ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বিশ্বব্যাঙ্কের সাহায্যে রাজ্যের গ্রামগুলোকে আরও উন্নত করার লক্ষ্য। সেই প্রচেষ্টায় এবার ৪৬১ কোটি টাকা বরাদ্দ করল পঞ্চায়েত। এই অর্থ গ্রাম পঞ্চায়েত স্তরে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সূত্রের খবর,রাজ্যে মোট পঞ্চায়েত সংখ্যা ৩২২৯টি । তার মধ্যে ২৫৬৮ টি পঞ্চায়েতকে তাদের কাজের নিরিখে এই টাকা বরাদ্দ করা হবে । এক্ষেত্রে পঞ্চায়েতগুলো নিজ এলাকায় রাস্তা নির্মাণ, পানীয় জলের জন্য গভীর নলকূপ , নিকাশি নালা তৈরি, নতুন কালভার্ট তৈরি, বাড়ি তৈরি ও সৌর শক্তির ব্যবহার-সহ যে কোনও রকম পরিকাঠামো তৈরি করতে পারবে বলে জানানো হয়েছে।
উল্লেখ করা যায়,২০১১ সাল থেকে রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলো কাজের মূল্যায়নের ভিত্তিতে প্রতি বছর বিশ্ব ব্যাঙ্ক থেকে একটি অনুদান পেয়ে আসছে। এবার ২০২০-২১ অর্থবর্ষে বিশ্ব ব্যাঙ্ক ৪৬১ কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্যের পঞ্চায়েতগুলোর জন্য। গত অর্থবছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি বলে জানা গিয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, কোন গ্রাম পঞ্চায়েত কত টাকা পাবে তা নির্ভর করে এলাকার জনসংখ্যা, ভৌগোলিক পরিধি ও কাজের মূল্যায়নে নিরিখে। সূত্রের আরও খবর,পঞ্চায়েতগুলোর কাজের মূল্যায়ন কোনও স্বাধীন সংস্থার মাধ্যমে প্রতি বছর করে থাকে বিশ্বব্যাঙ্ক । ওই রিপোর্টের উপর ভিত্তি করেই পঞ্চায়েতগুলিকে অনুদান দেওয়া হয়ে থাকে । এই অনুদান নিঃশর্ত তহবিল হিসেবে পেয়ে থাকে পঞ্চায়েতগুলি।
রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন,১০ বছর আগে বিভিন্ন প্রকল্পে সারা দেশের নিরিখে আমরা ২৭-২৮ নম্বরে ছিলাম। এখন আমাদের একাধিক প্রকল্প কাজের নিরিখে দেশের সেরা । এছাড়াও আরও অনেক প্রকল্প ২-৩ নম্বরে রয়েছে। বাংলা আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, মিশন নির্মল বাংলা, আনন্দধারার মতো বেশ কয়েকটি প্রকল্পে বাংলা দেশের সেরা বলে দাবিও করেছেন পঞ্চায়েতমন্ত্রী। এ বিষয়ে তাঁর আরও মন্তব্য, ২০২০-২১ অর্থবর্ষে ৮,৮২,০৩৬ টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে, যা দেশের মধ্যে সর্বাধিক। ২০০০ কিলোমিটার নতুন রাস্তা তৈরির লক্ষ্যমাত্রাও স্থির করা হয়েছে বলে জানান তিনি।

