আব্দুল মাজেদকে ফাঁসি দিল বাংলাদেশ সরকার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মুজিব ঘাতক মাজেদের ফাঁসি হল। সূত্রের খবর, গতকাল মধ্যরাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের খুনি আব্দুল মাজেদকে ফাঁসি দিল বাংলাদেশ সরকার। সূত্রের আরও খবর, ঢাকার গাবতলি থেকে গ্রেপ্তার করা হয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মাজেদকে। মাজেদের মৃত্যু পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার জেলা ও দায়রা বিচারক এম হেলাল চৌধুরি। মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য আবেদনও করে। রাষ্ট্রপতি সেই আবেদন নাকচও করেছেন। এরপর ঢাকার কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তা জোরদার করা হয়। মাঝরাতে ফাঁসি হয় আব্দুল মাজেদের।

