DNAOthers 

পাঁচটি জিনের জন্য জটিলতর করোনা সংক্রমণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এডিনবরা ইউনিভার্সিটির গবেষণায় দেখা গিয়েছে জিনের জন্যই করোনা সংক্রমণের প্রভাবে কারও ঠাঁই আইসিইউ-তে আবার কেউ শুধু বাড়িতে থেকেই ভাল হয়ে উঠছেন। ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত হয়েছে এমনই গবেষণা। ওই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ২০৮টি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ২৭০০ জন গুরুতর অসুস্থ করোনা-রোগীর ডিএনএ পরীক্ষা করে দেখেছেন যে, ৫টি জিনের অস্বাভাবিক কার্যক্রমের ফলে সংক্রমণে জটিলতা দেখা দিচ্ছে। কারণ ওই ৫টি জিন মূলত দেহের সঙ্কট মুহূর্তে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফুসফুসের প্রদাহ কম করতে সাহায্য করে। এই জিনগুলি হল- আইএফএনএআর-২, টিওয়াইকে-২, ওএএস-১, সিসিআর-২ এবং ডিপিপি-৯।

জানা গিয়েছে, এই গবেষণা কোনও ওষুধের কার্যকারিতা বুঝতে সাহায্য করবে। অর্থাৎ, কোনও সম্ভাব্য ওষুধের ক্লিনিক্যাল পরীক্ষা করে দেখা হবে, ওই জিনগুলির উপর ওষুধের প্রভাব কতটা। আবার বাজারে থাকা বিভিন্ন রোগের প্রদাহজনিত কোনও ওষুধ করোনার চিকিৎসায় কাজ দিতে পারে কি না, সেটাও এই জিন-গুলি জানিয়ে দেবে। আরও জানা গিয়েছে, ৫টি জিনের মধ্যে আইএফএনএআর-২-র কার্যকারিতা বাড়ানো গেলে করোনা সংক্রমণ রুখে দেওয়া অনেকটাই সহজ হবে। এডিনবরার এই গবেষণা গুরুত্ব দিয়ে দেখছেন বিশেষজ্ঞরাই।

Related posts

Leave a Comment