স্কুলছুট বয়ঃসন্ধি কন্যাদের রোজগারমুখী প্রশিক্ষণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ স্কুলছুট বয়ঃসন্ধি কন্যাদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে সরকার। স্বাবলম্বী করে তোলার প্রয়াস নিছে রাজ্য। বয়স ১৫ থেকে ১৮বছরের মধ্যে। যাঁদের পড়ার প্রতি অনীহা রয়েছে তাঁদের জন্যে এই ব্যবস্থা। যে কন্যাদের আর স্কুলে ফেরার কোনও সম্ভাবনা নেই তাঁদের কথা ভেবেই সরকারের এই উদ্যোগ। প্রশিক্ষণ শেষে ওই কন্যাদের কাজের বন্দোবস্ত করছে রাজ্য। এ কাজে মূলত নজর দেওয়া হচ্ছে জঙ্গলমহল এলাকাতে। বাঁকুড়া ,পুরুলিয়া,ঝাড়গ্রাম ,মেদিনীপুর সহ বীরভূমে এই উদ্যোগ নেওয়া শুরু। জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন প্ল্যানিং ও স্টাটিসটিক্স বিভাগের উচ্চপর্যায়ের কর্তাব্যাক্তিরা।