স্কুলে শিক্ষক বাছাইয়ে দু-পর্যায়ে টেস্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক-শিক্ষিকা বাছাইয়ের পদ্ধতিতে আমূল বদল। নতুন পদ্ধতিতে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে শিক্ষক বাছাইয়ের পরীক্ষা হবে দু-পর্যায়ে। প্রিলিমিনারি টেস্ট (পিটি) এবং মেন। দু-ধাপ মিলিয়ে বরাদ্দ মোট ৩০০ নম্বর। মোট শূন্যপদের নিরিখে সফল প্রার্থীদের নম্বর-সহ মূল মেধা-তালিকা প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর ৩ বছর পর্যন্ত উত্তরপত্র সংরক্ষিত রাখা হবে। পাশাপাশি, এসএসসি গঠনের পর এই প্রথম শিক্ষক পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণে নম্বর দেওয়ার রীতি উঠে যাচ্ছে। থাকছে না ইন্টারভিউ পর্ব। উঠবে কাউন্সেলিংও। স্কুলশিক্ষা সচিব মনীশ জৈন নতুন বিধির বিজ্ঞপ্তি জারি করেছেন। স্বচ্ছতার স্বার্থেই এই বদল বলে দাবি করা হয়েছে দপ্তরের।