School TeacherLifestyle Others 

স্কুলে শিক্ষক বাছাইয়ে দু-পর্যায়ে টেস্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক-শিক্ষিকা বাছাইয়ের পদ্ধতিতে আমূল বদল। নতুন পদ্ধতিতে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে শিক্ষক বাছাইয়ের পরীক্ষা হবে দু-পর্যায়ে। প্রিলিমিনারি টেস্ট (পিটি) এবং মেন। দু-ধাপ মিলিয়ে বরাদ্দ মোট ৩০০ নম্বর। মোট শূন্যপদের নিরিখে সফল প্রার্থীদের নম্বর-সহ মূল মেধা-তালিকা প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর ৩ বছর পর্যন্ত উত্তরপত্র সংরক্ষিত রাখা হবে। পাশাপাশি, এসএসসি গঠনের পর এই প্রথম শিক্ষক পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণে নম্বর দেওয়ার রীতি উঠে যাচ্ছে। থাকছে না ইন্টারভিউ পর্ব। উঠবে কাউন্সেলিংও। স্কুলশিক্ষা সচিব মনীশ জৈন নতুন বিধির বিজ্ঞপ্তি জারি করেছেন। স্বচ্ছতার স্বার্থেই এই বদল বলে দাবি করা হয়েছে দপ্তরের।

Related posts

Leave a Comment