E-PANBreaking News Lifestyle Others Technology 

এবার নিখরচায় ১০ মিনিটেই তৈরি হবে PAN

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হয়রানির দিন শেষ। এখন থেকে প্যান তৈরির জন্য আর ঘুরে ঘুরে সময় নষ্ট করতে হবে না। এমনকি এর জন্য লম্বা ফর্ম ফিল আপ করার দরকার নেই। আজ থেকে নিজেই তৈরী করে নিন নিজের প্যান। মাত্র ১০ মিনিট খরচ করলেই তৈরি হয়ে যাবে প্যান, আর এর জন্য খরচ করতে হবে না একটি টাকাও।

উল্লেখ্য, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সম্প্রতি ই-প্যান সিস্টেম চালু করেছে। এই পদ্ধতি অবলম্বন করলে আপনি মাত্র ১০ মিনিটে প্যান তৈরি করে নিতে পারবেন। এই ই-প্রসেসে যদি প্যান কার্ড তৈরি করতে চান তাহলে আধার কার্ড থাকা আবশ্যক।

জেনে নিন কিভাবে তৈরী করবেন ই-প্যান:-
প্রথমে আপনাকে ইনকামট্যাক্স ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometaxindiaefiling.gov.in/home যেতে হবে। বাঁদিকে থাকা ইন্সট্যান্ট প্যান থ্রু আধার সেকশনে ক্লিক করলেই খুলে যাবে একটি নতুন পেজ। নতুন পেজে “Get New PAN” অপশনে ক্লিক করলে সাথে সাথে খুলে যাবে আর একটি নতুন পেজ। আপনাকে যাবতীয় তথ্য দিয়ে পেজটি ফিল-আপ করতে হবে। সম্পূর্ণ ফিল-আপের পর পেজের নীচে থাকা ক্যাপচা দিয়ে জেনারেট আধার ওটিপি ক্লিক করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার আঁধার কার্ডের সঙ্গে লিংক করা মোবাইল নম্বরটি থাকতে হবে। ওটিপি এন্টার করে আপনার আধার ডিটেইল ভ্যালিড করাতে হবে। এরপর আপনাকে প্যান পাওয়ার জন্য একটি বৈধ ই-মেইল দিতে হবে। আপনার আধার ডেটা অটোমেটিক ট্রান্সফার্ড হয়ে যাবে আপনার ই-প্যানে।
পুরো প্রসেসটি সম্পূর্ণ করার পর আপনার প্যান নম্বরটি পিডিএফ ভার্সনে পেয়ে যাবেন।
কেবলমাত্র তাঁরাই এই ই-প্যান আবেদন করতে পারবেন যারা এখনও প্যান কার্ডের জন্য আবেদন করেননি।

Related posts

Leave a Comment