Princep GhatEntertainment Others 

কলকাতায় স্মৃতির শহরে নদী উৎসব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্মৃতির শহরে নদী উৎসব। সব মিলিয়ে নদী উৎসব আর পুরনো কলকাতা সফর। তা নিয়েই জমজমাট সপ্তাহ। আগামী ২৩ ফেব্রুয়ারি রবিবার লায়লি থম্পসন, সুমন্ত্র মুখোপাধ্যায়, বেদা অগ্রবাল এবং আলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত প্রিন্সেপ ঘাটের নদী উৎসবের মূল আকর্ষণ রয়েছে ফরাসি গায়ক মানু চাও এবং নগরবাউল অর্ক মুখোপাধ্যায়। জানা গিয়েছে, মানুর প্রথম অ্যালবাম “ক্ল্যান্দেস্তিনো”র বিক্রি হয়েছে ৫০ লক্ষ কপি। উল্লেখ্য, বিভিন্ন দেশের লোকসঙ্গীত শিল্পীদের সঙ্গে কাজ ছাড়াও অর্ক সম্প্রতি প্লে-ব্যাক করেছেন জনপ্রিয় বাংলা ছবি “রসগোল্লা”তে। পাশাপাশি রয়েছে শান্তিনিকেতন কলাভবনের ছাত্রদের লাইভ পেন্টিং, জল সঙ্কট নিয়ে ইনস্টলেশন শিল্পী অনুরাধা পাঠকের কাজ “দ্য লাস্ট লিটার।”

Related posts

Leave a Comment