Krishna BoseBreaking News Lifestyle Others Politics 

প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট শিক্ষাবিদ কৃষ্ণা বসু আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হার্টের সমস্যা নিয়ে বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই আজ সকালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৯ বছর। যাদবপুরের তিন বারের সাংসদ কৃষ্ণা বসু একদিকে যেমন ছিলেন রাজনীতিবিদ ঠিক অন্যদিকে ছিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ।

পারিবারিক সূত্রেও তাঁর পরিচয় সারা দেশ জানে। তিনি নেতাজির ভাইপো চিকিৎসক শিশির কুমার বসুর স্ত্রী। তাঁদের দুই পুত্রসন্তান সুমন্ত্র ও সুগত বসু এবং এক কন্যা শর্মিলা বসু। বিশিষ্ট শিক্ষাবিদ সুগত বসু একসময় তৃণমূল সাংসদ ছিলেন। নেতাজি রিসার্চ ব্যুরোর প্রধান কৃষ্ণা বসু দীর্ঘ চল্লিশ বছর অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন। সিটি কলেজের এই প্রাক্তন অধ্যাপিকার লেখা বহু বই রয়েছে, যারমধ্যে অতি জনপ্রিয় নেতাজি সংক্রান্ত বিভিন্ন গবেষণামূলক বই।

তিনি ১৯৩০ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় জন্ম গ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, তারপর কলকাতার সিটি কলেজে অধ্যাপনার কাজ শুরু করেন। এছাড়াও লখনউয়ের ভাতখণ্ড সঙ্গীত ইনস্টিটিউট থেকে তিনি সঙ্গীত-বিশারদ ডিগ্রি লাভ করেন।

তিনি ১৯৯৬ সালে প্রথমবার তৃণমূলের টিকিটে লড়ে পরপর তিনবার যাদবপুরের সাংসদ হন। এছাড়াও তিনি পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ার পার্সন হিসেবে নিযুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে বসু পরিবার এবং তৃণমূল শিবিরের সাথে সাথে সারা দেশে শোকের ছায়া নেমে পড়েছে। বই প্রেমী এবং নেতাজি ভক্তরা আর একটি রত্ন হারালেন।

Related posts

Leave a Comment