Gaganendra ShilpaEntertainment Others 

“গগনেন্দ্র শিল্প প্রদর্শশালা”য় একক প্রদর্শনী “জল পরব”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি “গগনেন্দ্র শিল্প প্রদর্শশালা”য় অনুষ্ঠিত হতে চলেছে দিবাকর দাসের চতুর্থ একক প্রদর্শনী “জল পরব”। জল সংরক্ষণ করা নিয়ে ব্যাপক আন্দোলন চলছে গোটা বিশ্বজুড়েই। এবারে প্রদর্শনীর বিষয় হল- জল ও জল সংরক্ষণ। ছবিতে উঠে এসেছে ঝাড়খণ্ড ও বাংলার সীমান্ত অঞ্চল সমূহ। পাশাপাশি সমুদ্র, মেঘ ও কুয়াশা ঘেরা। রয়েছে জল ও জলের বিভিন্ন হিসাব নিকাশও। এক্ষেত্রে দিবাকর দাসের বক্তব্য, ছবির মাধ্যম প্যাস্টেল। কারণ জলের ভাবনায় মুগ্ধ হতে পারলেই জলের স্বাভাবিক সংরক্ষণে মানুষ আগ্রহী হবে। জানা গিয়েছে, প্রদর্শনীটি উদ্বোধন করবেন বিশিষ্ট লেখক ও পরিবেশবিদ জয়া মিত্র। প্রদর্শনীটি চলবে দুপুর ২টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত।

Related posts

Leave a Comment