“দ্য টাইমস হায়ার এডুকেশন ইমার্জিং ইকনমিক্স ইউনিভার্সিটি রেঙ্কিংস”- ২০২০ স্বীকৃতি পেল যাদবপুর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : “দ্য টাইমস হায়ার এডুকেশন ইমার্জিং ইকনমিক্স ইউনিভার্সিটি রেঙ্কিংস”- ২০২০ সালের তালিকায় স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর তৃতীয় স্থানে। প্রাদেশিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মহারাষ্ট্রের পুনে সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটি প্রথম। এরপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র যাদবপুরই আন্তর্জাতিক রেঙ্কিং তালিকায়। আবার পূর্বাঞ্চলের রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির নিরিখে যাদবপুর প্রথম স্থানে। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আদান-প্রদান কর্মসূচি হল যাদবপুরে। বাংলাদেশের যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জাস্ট) থেকে এক প্রতিনিধিদল এই বিশ্ববিদ্যালয়ে এসেছে। বিভিন্ন বিভাগীয় প্রধান ও ডিনদের সঙ্গে দেখা করেন ওই প্রতিনিধিদল। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ গ্রহণ করেন শিক্ষক ও পড়ুয়ারা।