Industrial CityEnviornment Others 

শিল্প-শহরে দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য প্রশাসন শহরবাসীকে বাঁচাতে নড়েচড়ে বসছে। দূষণের গ্রাস মুক্ত করতে কলকাতা এবং তৎসংলগ্ন শহরাঞ্চলে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। জানা গিয়েছে, রাজ্যের ৫টি শিল্পশহর- হাওড়া, হলদিয়া, ব্যান্ডেল, আসানসোল ও দুর্গাপুরে দূষণ পরিমাপে এবার সমীক্ষা হতে চলেছে। উদ্যোগী হল পুরসভাও। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বসাতে চলেছে অত্যাধুনিক সরঞ্জাম। এই তৎপরতার কারণ হিসেবে বলা হয়েছে, কলকাতা-সহ বিভিন্ন শহরে ক্রমেই বেড়ে চলা দূষণ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপে রাজ্যকে নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের। প্রসঙ্গত, মামলায় রাজ্যের মুখ্যসচিবকেও আদালতে হাজিরা দিতে হয়। এরপর দূষণ নিয়ন্ত্রণে নড়েচড়ে বসে প্রশাসন। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রের খবর, আদালতের নির্দেশ মেনে হাওড়া, হলদিয়া, ব্যান্ডেল, আসানসোল ও দুর্গাপুরে বায়ু-দূষণ পরিমাপ করা ছাড়াও ভূ-গর্ভের জল এবং পুকুর, নদী-নালা, খাল-বিলের জলে দূষণের মাত্রা বিপদসীমা ছাড়াচ্ছে কি না, তা পরীক্ষা করা হবে। এই সংক্রান্ত বিষয়ে টেন্ডারও ডাকা হয়েছে। সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে স্থানীয় প্রশাসন।

Related posts

Leave a Comment