আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর মানবিক ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর মানবিক ঘোষণা। এরপর উচ্ছ্বসিত শিল্পীমহল। সূত্রের খবর, রাজ্য তথা দেশের সেরা শিল্পীদের সামনে কলকাতার সরকারি আর্ট কলেজের ১৫ জন মডেলের জন্য মাসিক ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাতার পরিমাণ মাসে ১৫০০ টাকা। উল্লেখ্য, যোগেন চৌধুরী থেকে শুভাপ্রসন্ন সকলেই উপস্থিত ছিলেন ওই মঞ্চে। এ প্রসঙ্গে শিল্পী মহলের বক্তব্য, শুধু টাকা দেওয়া নয়, এর মাধ্যমে এই প্রথম আর্ট কলেজের মডেলদের স্বীকৃতির ব্যবস্থা করা গেল। মুখ্যমন্ত্রীর ভাতা ঘোষণার পরেই কবি-সাহিত্যিকরা ১৪ জন মডেলের হাতে তুলে দিয়েছেন দু-মাসের ভাতা বাবদ ৩,০০০ টাকার চেক। সাংসদ-শিল্পী যোগেন চৌধুরী জানিয়েছেন, মডেলদের ভাতা দেওয়ার এই উদ্যোগ প্রশংসনীয়।