ঘূর্ণাবর্তের প্রভাবে সোম থেকে বুধবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামীকাল রবিবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। আগামী সোমবার আকাশে মেঘ ঢুকতে শুরু করবে। সোমবার থেকে বুধবারের মধ্যে হাল্কা অথবা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাংলায়। বৃষ্টির সময় বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পর সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা কম থাকছে। উল্লেখ্য, সম্প্রতি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উঠে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছয় ২০.৫ ডিগ্রিতে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি। মৌসম ভবন সূত্রের খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। পরে তা বাংলা লাগোয়া বিহার ও ঝাড়খণ্ডের উপর সরে আসবে। এরফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার প্রক্রিয়া জোরদার হবে। তার জেরে সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মৌসম ভবন সূত্রে আরও বলা হয়েছে, বেশি পরিমাণে বেশ কিছু জায়গায় বৃষ্টিও হতে পারে।