Higher SecondaryLifestyle Others 

প্রশ্ন ফাঁস ঠেকাতে কড়া পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার আগেই প্রশ্ন ফাঁস ঘিরে নানা জল্পনা বিভিন্ন মহলে। প্রশ্ন বাইরে আসা নিয়ে জোর তরজা শাসক-বিরোধী পক্ষের মধ্যে। প্রশ্ন ফাঁস ঠেকাতে আরও কড়া অবস্থান নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রসঙ্গত, আগামী ১২ মার্চ থেকে এ বছরের উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার কথা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের অনিয়মের অভিযোগ উঠছে, উচ্চ মাধ্যমিকে তেমন কিছু ঘটলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে আজীবন বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেবে পর্ষদ। অন্যদিকে মাধ্যমিকে অনিয়মে অভিযুক্তদেরও দৃষ্টান্তমূলক কঠোর সাজা দেওয়া হবে বলেও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। পর্ষদ সর্বোচ্চ সাজা বাবদ অভিযুক্ত পরীক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করতে পারে বলেও খবর।

Related posts

Leave a Comment