করোনা আতঙ্কের মাঝেই ভয়াবহ ভূমিকম্প ফিলিপাইন্সে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা আতঙ্কের মাঝেই নতুন করে দেখা দিল ভূমিকম্প।জানা গিয়েছে,স্থানীয় সময় অনুযায়ী রাত ১১ টা ৩৮ মিনিটে তীব্র ভূমিকম্প অনুভূত হয় ফিলিপাইন্সের সারানগনি অঞ্চলে।সারানগনি ও মাসিম থেকে ৪৬ কিমি দূরে ভূপৃষ্ঠ থেকে ৪৯ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎসকেন্দ্র । ফিলিপাইন্স ইন্সটিটিউট অফ ভলক্যানালোজি সূত্রের খবর, যেখানে এই ভূকম্পন অনুভূত হয়েছে তার থেকে মাত্র ৪৩ কিমি দূরে রয়েছে বালুট নামের একটি আগ্নেয়গিরি। এটির জন্য এই ভূমিকম্প কিনা তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।উল্লেখ্য,গত ২৫ মার্চ বুধবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৮।আবার ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি হয়।ইতিপূৰ্বে এমন একাধিক ভূ-কম্পন দেখেছেন রাশিয়ার মানুষ ।অন্যদিকে সম্প্রতি ইউরোপে আঘাত হানে ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪। ক্রোয়েশিয়ায় হয় ওই কম্পন। ক্রোয়েশিয়া ছাড়াও কেঁপে ওঠে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, হাঙ্গেরি, অস্ট্রিয়া এবং স্লোভেনিয়ার মতো কিছু দেশ।এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে ৫.৮ মাইল উত্তরদিকে । ভূ-কম্পনের ফলে ক্রোয়েশিয়ার বেশ কিছু জায়গাতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে খবর । ক্রোয়েশিয়ার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ।পাশাপাশি কিছু এলাকায় অগ্নিকাণ্ডের খবরও পাওয়া যায়।