Maikel LevitHealth Lifestyle Others World 

করোনা বিপর্যয় সামলানো যাবেঃ পূর্বাভাস বিজ্ঞানী মাইকেল লেভিটের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা সংকটের শেষ হবে খুব শীঘ্রই। এমনই পূর্বাভাস নোবেলজয়ী বিজ্ঞানী মাইকেল লেভিটের। এ প্রসঙ্গে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, প্রতিদিন ৫০ জনের বেশি সংক্রমণ ঘটছে এমন ৭৮ টি দেশের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে করোনা বিপর্যয় সামলে ওঠা যাবে। এমনই ইঙ্গিত মাইকেল লেভিটের। করোনা ভাইরাস তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। চিন থেকে শুরু করে এই কোভিড-১৯ ভাইরাস ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ভারতে আক্রান্তের সংখ্যা সাতশো অতিক্রম করেছে। এর মধ্যে করোনা ভাইরাসজনিত বিপদ নিয়ে কিছুটা স্বস্তি নোবেলজয়ী বিজ্ঞানী মাইকেল লেভিটের এই পূর্বাভাসে।
উল্লেখ্য, ২০১৩ সালের রসায়নে নোবেল পুরস্কারজয়ী মার্কিন-ব্রিটিশ-ইজরায়েলি জৈব পদার্থবিদ করোনা ভাইরাস মোকাবিলার বিষয়ে আশাবাদী। পূর্বাভাসে জানিয়েছেন, এই করোনা ভাইরাসের দাপট প্রায় শেষের দিকে। খুব শীঘ্রই বিশ্ব করোনা-সংকটের অবসান ঘটতে চলেছে। দ্রুত ছড়িয়ে পড়া এই রোগ শেষ হবে। তবে তা হবে ধাপে-ধাপে। এক্ষেত্রে লেভিড চিনে মৃতের সংখ্যার হার হ্রাসের প্রসঙ্গ উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি থেকে সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা নিয়ে সমীক্ষা শুরু করেন ওই বিজ্ঞানী। এক্ষেত্র তাঁর বক্তব্য, সারা বিশ্ব ভীতি দূর করতে হবে। পাশাপাশি এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার নির্দেশ মেনে চলতে হবে। এভাবেই কোভিড-১৯ এর মোকাবিলা করা সম্ভব।

Related posts

Leave a Comment