Train ServiceOthers 

উৎসব আবহে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে নতুন ট্রেন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল উৎসবের মরসুমে যাত্রীর চাপ নিয়ন্ত্রণ করতে কলকাতা থেকে বিভিন্ন শহরে ১৬টি নতুন ট্রেন চালু করছে বলে খবর। রেল সূত্রের খবর, ট্রেনগুলি আগামী ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে চলাচল করবে। তা ছাড়বে হাওড়া, শিয়ালদহ ও সাঁতরাগাছি থেকে। নতুন ট্রেনের মধ্যে পূর্ব রেলের অধীনে রয়েছে ৮টি এবং দক্ষিণ-পূর্ব রেলের আওতাধীন রয়েছে ৮টি। রেল সূত্রের আরও খবর, শিয়ালদহ থেকে উত্তরবঙ্গে যাতায়াত করবে দুটি নতুন ট্রেন। আবার বিভিন্ন স্টেশন থেকে রয়েছে পাটনা, রক্সৌল ও অজমেরগামী ট্রেন। অন্যদিকে দক্ষিণ-পূর্ব রেলের ৮টি নতুন ট্রেন হাওড়া, সাঁতরাগাছি ও শালিমার থেকে চলবে। পাশাপাশি হাওড়া থেকে দিঘা, পুরী, পুণে, মুম্বই, বেঙ্গালুরু ও পুদুচেরি-সহ বিভিন্ন গন্তব্যে চলাচল করবে বিশেষ ট্রেন।

Related posts

Leave a Comment