Breaking News Education Others 

২০২২ সালের মাধ্যমিক -উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ হল। মাধ্যমিক শুরু হচ্ছে ৭ মার্চ। আবার উচ্চ মাধ্যমিক শুরু ২ এপ্রিল থেকে। ৭ মার্চ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। ৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা । ৯ মার্চ ভূগোল পরীক্ষা নেওয়া হবে । ১১ মার্চ ইতিহাস পরীক্ষা । ১২ মার্চ জীবন বিজ্ঞান পরীক্ষা। ১৪ মার্চ হবে অঙ্ক পরীক্ষা। ১৫ মার্চ নেওয়া হবে ভৌত বিজ্ঞান পরীক্ষা। ১৬ মার্চ হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

অন্যদিকে ২০২২সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল থেকে। তা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। মোট ৫৬ টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। উচ্চ মাধ্যমিক যে যার নিজের স্কুলেই পরীক্ষা দেবে বলে কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে। এই প্রথমবার এই ভাবে পরীক্ষা নেওয়া হবে । ৬৭২৩ টি স্কুলে এই পরীক্ষা নেওয়া হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে আরও জানা যায়,উচ্চ মাধ্যমিক শুরু হবে সকাল ১০ টা থেকে ১ টা ১৫ পর্যন্ত। প্রাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। প্রাকটিক্যাল পরীক্ষার জন্য কোনও আলাদা করে প্রশ্ন পাঠানো হবে না।এক্ষেত্রে স্কুল প্রশ্ন করবে এবং টপিক দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment