Ferry ServiceHealth Others 

চলছে জলযান জীবাণুমুক্ত করার প্রক্রিয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার জলযানও জীবাণুমুক্ত করার কাজ শুরু করল পরিবহণ নিগম।সরকারি বাসের পর এবার জলযানগুলিও জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। নিগম সূত্রে জানা গিয়েছে, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বিভিন্ন ডিপোয় সরকারি বাস জীবাণুমুক্ত করার তৎপরতা চলছে। এবার এই প্রক্রিয়া শুরু হয়েছে নিগমের বিভিন্ন জলযানেও। পাশাপাশি যাত্রী পারাপারের সময়ও এই কাজ চলছে। হাওড়া, ফেয়ারলি, মিলেনিয়াম পার্ক, বেলুড়, দক্ষিণেশ্বর, বাগবাজার, কুটিঘাট, কাশীপুর ও রতনবাবুর ঘাটে নিগমের কর্মীরা একাধিক জলযান জীবাণুমুক্ত করার কাজ করেছেন। এই প্রক্রিয়া আরও সম্প্রসারিত করা হবে বলেও খবর।নিগমের এমডি রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, পরিবহণমন্ত্রীর পরামর্শে বাস-ভেসেলের মতো গণ-পরিবহণে জীবাণুমুক্ত করণের কাজ চালানো হচ্ছে। যাত্রীরা যাতে সুরক্ষার সঙ্গে যাতায়াত করতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য।

Related posts

Leave a Comment