বিধ্বংসী আগুন কসবায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বৃহস্পতিবার কলকাতার কসবায় অক্রোপোলিস মলের কাছে বিধ্বংসী আগুন লাগে। সূত্রের খবর, ওই শপিং মলের পিছনে বিরিয়ানি হাটের কাছে একটি তিনতলা বাড়িতে এদিন আগুন লেগেছে। আগুনের ধোঁয়ায় ঢাকা পড়েছে গোটা এলাকা।
সকল সাড়ে ১০ টা নাগাদ আগুন লাগে। আগুন লাগার পরেই খবর দেওয়া হয় দমকলে। সূত্রের খবর অনুযায়ী, দমকলের ৪ টি ইঞ্জিন প্রাথমিক ভাবে ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বস। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।