mamataBreaking News Politics 

লক্ষ্য একুশ, জোর পুরনির্বাচনে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের একুশের বিধানসভা জেতার পাখির চোখ বিভিন্ন সরকারি প্রকল্পগুলি। বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে দলীয় নেতানেত্রীদের এই বার্তা দেওয়ার সাথে সাথে শিক্ষিকার মতো তাদেরকে একবার লিখিয়েও দিলেন।
এবারের বাজেটের নতুন প্রকল্প জয় জোহরা। এই প্রকল্পে বলা হয়েছে এবার থেকে আদিবাসীরাও পেনশন পাবেন। এদিনের বৈঠকে মুখ্যসচিব দেখান প্রকল্পটি কোন ওয়েবসাইটে পাওয়া যাবে। তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী বলেন- “এটা নোট করো। পেন দিয়ে লেখো। যা বলছে তথ্যগুলো নোট করো। এই পেন নিয়েছো? এই তথ্যগুলি আই-সি, বিধায়ক ও কাউন্সিলরদের জানিয়ে দিন।”
সরকার চাইছে আদিবাসীদের পেনশনের উপর জোর দিতে এবং ঘরে ঘরে পৌঁছে দিতে। যেহুতু আদিবাসী জনগোষ্ঠী বাঁকুড়া জেলায় বেশি তাই তিনি জেলাশাসককে নির্দেশ দিয়েছেন যারা যারা পেনশন পেতে পারে তাদের তালিকা তৈরী করতে। উল্লেখ্য, পৌরসভা এবং পঞ্চায়েতে দলের নির্বাচিত প্রতিনিধিদের খারাপ আচরণের মাসুল তৃণমূল সরকারকে গত লোকসভা নির্বাচনে দিতে হয়েছে। যার ফলসরূপ জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে সরকারের খারাপ ফল হয়। এই বছরের গোড়াতেই রয়েছে পৌরসভা নির্বাচন। তাছাড়া একুশে রয়েছে বিধানসভার নির্বাচন। তাই তিনি দলীয় নেতানেত্রীদের কড়া বার্তা দেন। যদি লোকসভার ওয়ার্ড- ভিত্তিক ফলাফল বিচার করা হয় তাহলে দেখা যায় নানা পুরো এলাকায় বিজেপির জমি শক্ত হয়েছে। একুশে বিধানসভা নির্বাচনে নিজেদের জমি শক্ত করতে ৯৩ টি পুরোসভা নির্বাচনে জেতার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।

Related posts

Leave a Comment