East-West Metro-2Breaking News Others 

ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন- শেষ মুহূর্তের প্রস্তুতি চূড়ান্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজ উদ্বোধন ইস্ট-ওয়েস্ট মেট্রোর। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সেক্টর-ফাইভ স্টেশনে এই উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রের খবর, প্ল্যাটফর্মে দুর্ঘটনা এড়াতে বিশেষ স্ক্রিন ডোর থাকছে। সব ট্রেন বাতানুকূল। ট্রেন নিয়ন্ত্রণের সব ব্যবস্থা স্বয়ংক্রিয়। প্রতিটি কামরায় ডিসপ্লে বোর্ড ও ৪টি সিসি ক্যামেরা থাকছে। আপৎকালীন পরিস্থিতিতে চালকের সঙ্গে কথা বলার জন্য মাইক্রোফোন ব্যবস্থা-সহ প্রত্যেক কামরায় হুইলচেয়ার রাখার ব্যবস্থা থাকছে। এছাড়া বয়স্ক এবং অশক্ত যাত্রীদের জন্য প্রতি স্টেশনে একাধিক লিফট এবং এসক্যালেটর থাকবে। প্রত্যেক স্টেশনে সুইস সংস্থার বড় ঘড়ি থাকছে। আবার স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন এবং ৫ নম্বর সেক্টরে পার্কিংয়ের ব্যবস্থা। প্রতি স্টেশনে শৌচাগার থাকছে। স্টেশন মোট ৬টি। সেক্টর-ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম। দূরত্ব- ৪.৮ কিলোমিটার। সেক্টর-ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম। ট্রেনের গতি থাকবে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা। পরিষেবা মিলবে সকাল ৮টা থেকে রাত ৮টা। ট্রেনের সংখ্যা ৫টি। ভাড়া নির্ধারিত হয়েছে প্রথম দুই কিলোমিটারের জন্য ৫ টাকা। সর্বাধিক ১০ টাকা। কলকাতা মেট্রোর স্মার্ট কার্ডও ব্যবহার করা যাবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে আরও জানা গিয়েছে, ২০০৯ সালে এই নির্মাণ কাজ শুরু হয়। স্পেনের এক সংস্থাকে কামরা নির্মাণের বরাত দেওয়া হয়েছিল। ৩ বছরের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা ছিল। ২০১১ সালে সুভাষ সরোবর থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়। ২০১৪ সালে এই প্রকল্প থেকে বেরিয়ে যায় স্পেনের কোচ নির্মাণ সংস্থা। ২০১৫ সালে মেট্রোর যাত্রাপথ বদলের সিদ্ধান্ত মেনে নেয় রেলবোর্ড এবং বিনিয়োগকারী সংস্থা জাইকা। জমি সমস্যার জেরে সুবোধ মল্লিক স্কোয়ারে স্টেশন তৈরির পরিকল্পনা বাতিল হয়। দত্তাবাদে একটি অংশ ছাড়া সল্টলেক থেকে শিয়ালদহ পর্যন্ত কাজ শেষ। দীর্ঘ পথ পেরিয়ে সেক্টর-ফাইভ স্টেশনে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায়।

Related posts

Leave a Comment