আজ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি প্রাঙ্গণে রবীন্দ্রভারতী উৎসব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৩ দিনব্যাপী রবীন্দ্রভারতী উৎসব। আজ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি প্রাঙ্গণে শুরু হচ্ছে এই উৎসব। আয়োজক সূত্রে খবর, প্রথম দিন থাকছে সন্দীপন সমাজপতির কণ্ঠসঙ্গীত এবং ইরশাদ খানের সেতারবাদন। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায় এবং অদিতি মহসিন। এছাড়া ১৫ ফেব্রুয়ারি সন্তুর-বাঁশির যুগলবন্দি শোনাবেন তরুণ ভট্টাচার্য এবং অজয়প্রসন্ন। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় সঙ্গীত, নাটক ও নৃত্যকলাকে গুরুত্ব দেয়, তাই পড়ুয়ারাও এই অনুষ্ঠানে আগ্রহী।