covid 19Health Others 

রাজ্যে প্রথম করোনায় মৃত্যু দমদমের বাসিন্দার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাজ্যে প্রথম করোনায় মৃত ব্যক্তির মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব সৎকার করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।আজ নবান্নে সর্বদলীয় বৈঠক চলার সময় হঠাতই দমদমের ওই ব্যক্তির মৃত্যুর খবর পান মুখ্যমন্ত্রী।দমদমের ওই বাসিন্দাই রাজ্যের প্রথম করোনার বলি।আজ বাইপাসের ধারে এক হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির।জানা যায়, গত শুক্রবারে ওই ব্যক্তি সংক্রমণ নিয়ে সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি হন।এছাড়া ওই ব্যক্তির শরীরে অন্যান্য রোগের উপসর্গও ছিল।শারীরিক পরীক্ষার পর তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। গত ১৩ মার্চ থেকে জ্বর-সর্দি-কাশি দেখা যায় দমদমের বাসিন্দা ৫৭ বছরের প্রৌঢ়ের।বাইপাসের ধারে এক হাসপাতালে গত শুক্রবারে তাকে ভর্তি করা হয়। এসএসকেএম ও নাইসেডে হাসপাতাল পরীক্ষার মাধ্যমে তাঁর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।ওই ব্যক্তির পরিজন ও পরিচিতদের অনেকেই করোনার ভয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।বাকিরাও পর্যবেক্ষণে রয়েছেন।জানা গিয়েছে, তিনি কয়েক সপ্তাহ আগে বিলাসপুরে গিয়েছিলেন।চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন বিলাশপুর থেকেই সংক্রমিত হতে পারেন ওই ব্যক্তি।এদিকে ওই ব্যক্তির মৃত্যুর পর ভারতে করোনায় এখনও অবধি মোট ৮ জনের মৃত্যু হল।

Related posts

Leave a Comment