মুখ্যমন্ত্রীর দাবির মান্যতা, ট্রেন চলাচল বন্ধ সারা দেশে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত ট্রেন চলাচল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিই মেনে নিল কেন্দ্র সরকার। রেলমন্ত্রকের তরফে আজ সকালে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের কথা ঘোষণা করা হয়। করোনা ঠেকাতে মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন ধরেই লাগাতার রেল চলাচল বন্ধের কথা বলে আসছিলেন। তাঁর যুক্তি, ট্রেন সওয়ারির মধ্য দিয়েই এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়াচ্ছে নভেল করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯)। তাঁর এই দাবির কথা তিনি প্রধানমন্ত্রীকেও গত শুক্রবার ভিডিও কনফারেন্স চলাকালীন জানিয়েছিলেন। তাঁর দাবি বিচার বিবেচনা করে গতকাল রেল চলাচল বন্ধের বিজ্ঞপ্তিতে সিলমোহর দেন রেলমন্ত্রী।