LockdownBreaking News Health 

জেনে নিন কোথায় কোথায় লকডাউন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গতকাল রবিবার দেশজুড়ে ‘জনতা কার্ফু’ সফল হওয়ার পর আজ আর কিছু সময় পর থেকেই রাজ্যে লাগু হচ্ছে লকডাউন এবং তা চলবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত। কলকাতা-সহ রাজ্যের সব পুর এলাকাই থাকছে লকডাউনের আওতায়।

এখনো পর্যন্ত রাজ্যে মোট ৭জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। প্রতিনিয়ত বাড়ছে কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যা। এই ভয়াল পরিস্থিতিতে গোষ্ঠীসংক্রমণ ঠেকাতে ‘সার্বিক সুরক্ষা বিধিনিষেধ’ (কমপ্লিট সেফটি রেসট্রিকশন্স) চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কলকাতা পুর এলাকা, উত্তর দিনাজপুর, মালদহ, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, পশ্চিম বর্ধমান জেলা পুরোপুরি এবং আরও কিছু বাছাই করা জেলা শহরে লকডাউন।

কলকাতা ছাড়া জেলার যে সমস্ত জায়গায় লকডাউন কার্যকর হবে, সেগুলি একনজরে জেনে নিন-
⇨কোচবিহার জেলা সদর
⇨জলপাইগুড়ি জেলা সদর
⇨আলিপুরদুয়ার জেলা সদর এবং জয়গাঁ
⇨কালিম্পং জেলা সদর
⇨দার্জিলিং, কার্শিয়াং এবং শিলিগুড়ি শহর
⇨দক্ষিণ দিনাজপুর জেলা সদর
⇨উত্তর দিনাজপুর জেলা
⇨মালদা জেলা
⇨মুর্শিদাবাদ জেলা
⇨বীরভূমের সমস্ত পুর-এলাকা
⇨নদিয়া জেলা
⇨পশ্চিম বর্ধমান জেলা
⇨পূর্ব বর্ধমান জেলা সদর, কালনা শহর ও কাটোয়া শহর
⇨বাঁকুড়া জেলা সদর, বড়জোড়া শহর, বিষ্ণুপুর শহর
⇨পুরুলিয়া জেলা সদর
⇨পশ্চিম মেদিনীপুর জেলা সদর, খড়গপুর শহর, ঘাটাল শহর
⇨পূর্ব মেদিনীপুর জেলা সদর, হলদিয়া শহর, দিঘা শহর, কোলাঘাট শহর, কাঁথি শহর
⇨ঝাড়গ্রাম জেলা সদর
⇨হাওড়া জেলা
⇨হুগলি জেলা সদর, চন্দননগর শহর, কোন্নগর শহর, আরামবাগ শহর, শ্রীরামপুর শহর, উত্তরপাড়া শহর
⇨দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার, ক্যানিং, সোনারপুর, বারুইপুর, ভাঙড়, বজবজ, মহেশতলা
⇨সল্টলেক, নিউটাউন-সহ উত্তর ২৪ পরগনার সমস্ত পুর-শহর এলাকা লকডাউন চলাকালীন রাস্তাঘাটে ৭ জনের বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে। বন্ধ থাকবে ট্রেন, মেট্রো, বাস, অটো- সহ যাবতীয় গণপরিবহণ এবং অফিস, কারখানা। উল্লেখ্য, জরুরি পরিষেবাগুলিকে এই নিয়ন্ত্রণের বাইরে রাখা হয়েছে। এই নির্দেশ না মানলে অমান্যকারী বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে।

Related posts

Leave a Comment